ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ নয়ন মিয়া (১৮) নামের ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা সদরের মোল্লা বাড়ির সামনে তিনি গুলিবিদ্ধ অবস্থায় আহত হন। পরে সহ-কর্মীদের সহযোগিতায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।.
নিহত নয়ন মিয়ার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামের রহমত উল্লাহার ছেলে।.
উল্লেখ্য, ২৬ শে নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় জনসমাবেশকে সামনে রেখে প্রচারপত্র বিতরন করেন।বিতরণ শেষে বিএনপির নেতা সায়েদুজ্জামান কামালের নেতৃত্বে উপজেলা সদরে মোল্লাবাড়ি থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করেন।বিকেলে মিছিলটি উপজেলা সদর বাজার,বাঞ্ছারামপুর থানা,উপজেলা পরিষদ প্রদর্শন করে মোল্লাবাড়ির মসজিদের সামনে যেতে পুলিশ বাধা দেয়।.
এসময় বিএনপি নেতা সায়েদু্জ্জামান কামালকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের ধস্তাধস্তি হয়।এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এ অবস্থায় ছাত্রদল নেতা নয়ন গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়। সন্ধ্যা সারে সাতটার দিকে নয়ন মারা যান।.
বাঞ্ছারামপুর থানার পুলিশ জানায়,পাল্টাপাল্টি ধাওয়ায় ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশের ৬ কর্মকর্তা আহত হয়।তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। .
ডে-নাইট-নিউজ / জিয়াউল হুদা, বাঞ্ছারামপুর প্রতিনিধি
আপনার মতামত লিখুন: